চন্দননগর হাসপাতালের (Hooghly) অপারেশান থিয়েটারে আগুন! দমকলের একটি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে আনে। (Hooghly) কেউ হতাহত হয়নি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাতটা দশ নাগাদ চন্দননগর মহকুমা হাসপাতালের দোতলায় মেইন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ। আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।দমকল আধিকারিকরা জানান, হাসপাতালের দোতলায় ওটি রুমে এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে। আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল। যে কারণে একটা চাঞ্চল্য ছড়ায়। মিনিট কয়েকের মধ্যেই ভিতরে ঢুকে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে হসপিটাল সুপার জানান এসি থেকে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কেউই আক্রান্ত হয়ে নি বলে সূত্রের খবর।
Hooghly: চন্দননগর হাসপাতালে হটাৎ বৃহস্পতিবার সকালে আগুন
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, হুগলি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper