শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Dana: ঘূর্ণিঝড় ডানা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে মাইকিং প্রচার

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, হুগলি

Dana: ঘূর্ণিঝড় ডানা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারের পক্ষ থেকে মাইকিং প্রচার ঘূর্ণিঝড় ডানা (Dana)আছড়ে পড়তে চলেছে তাই সাধারণ মানুষকে সতর্ক করতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হুগলি জেলার অন্তর্গত বৈদ্যবাটি এলাকায় চন্দননগর পুলিশ কমিশনের অন্তর্গত শীরামপুর থানা,শেওড়াপুলি পুলিশ ফাঁড়ি এবং বৈদ্যবাটি পৌরসভা যৌথ উদ্যোগে মাইকিং প্রচার করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে বিপর্যস্ত বাড়ি থেকে বেরিয়ে পৌরসভার তৈরি অস্থায়ী ত্রাণ ক্যাম্পে গিয়ে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। পরে এই প্রসঙ্গে বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো জানান সকলে বিপর্যস্ত বাড়িঘর ছেড়ে পৌরসভার অস্থায়ী ত্রাণ ক্যাম্পেসে উঠুন যারা ওই অস্থায়ী ক্যাম্পে আসবে তাদের খাওয়া-দাওয়া rasan এমনকি মেডিকেল চিকিৎসা সমস্ত কিছুর দায়িত্ব পৌরসভা নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।