অনন্য নজির গড়ল চুঁচুড়া সদর হাসপাতাল। হাসপাতালে ভর্তি থাকা ৬ মাসের কন্যা সন্তানের অন্নপ্রাশন এর আয়োজন করলেন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বৈদিক রীতি মেনে অন্নপ্রাশন সম্পূর্ণ করা হলো ছোট্ট খুশির।জুলাই মাসের ২২ তারিখে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন হন সিঙ্গুরের এক মহিলা।ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি হাসপাতালে। তার সঙ্গেই হাসপাতালে আসে তার সদ্যোজাত কন্যা সন্তান। হাসপাতাল সূত্রে খবর খুশির মা শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। ইমামবাড়া সদর হাসপাতালেই তার চিকিৎসা চলছিল দীর্ঘদিন ধরে।চিকিৎসা চলাকালীন সময়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই মহিলা। রেখে যান তার কন্যা সন্তানকে। তারপর থেকে হাসপাতালে সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতেই বড় হয়ে উঠছিল ছোট্ট খুশি। কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী খুশিকে হস্তান্তরিত করে দিতে হবে চাইল্ড হোমে।আগামীকালই খুশি কে নিয়ে যাওয়া হবে চাইল্ড হোম। দীর্ঘ তিন মাস যাবৎ খুশি কে লালন পালন করছেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নার্স ও অনান্য স্বাস্থ্য কর্মীরা। বর্তমানে তার বয়স প্রায় ছয় মাস। তাই হাসপাতালে স্বাস্থ্য কর্মী ও নার্সদের উদ্যোগে অন্নপ্রাশন আয়োজন করা হলো ছোট্ট খুশির।
Hooghly: মানবিকতার অনন্য নজির গড়লো হুগলির ইমামবাড়া সদর হাসপাতাল
রিপোর্ট : সুমিত পালিত , এই যুগ, হুগলী
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper