হাওড়ার আমতা ও বাগনানে (lightning) আজ বিকেলে বাজ পড়ে মৃত তিন। আহত হয়েছেন আরও তিন জন। (lightning)বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। আহতরা আমতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। মৃতেরা হলেন আমতা শেরপুরের বাসিন্দা মহানন্দ ঘুকু (৫৩), মিল্কিচক ধুনরি পাড়ার বাসিন্দা মহ: ইসমাইল (৩৭) এবং বাগনানের বাকসি দেউলগ্রাম ছিলাম পাড়ার বাসিন্দা জুলফিকার হোসেন (২২)।
জানা গেছে এদিন বিকেলে জমিতে ধান কাটছিলেন মহানন্দ ঘুকু। সেই সময় জমিতে বাজ পড়লে তিনি মারাত্মক জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পাশাপাশি মহ: ইসমাইল বন্ধুদের সঙ্গে বাড়ির কাছেই জমিতে বসেছিলেন। সেই সময় জমিতে বাজ পড়লে ইসমাইল সহ তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বাগনানের ছিলাম পাড়ার বাসিন্দা জুলফিকার হোসেন জমিতে ধান কাটার সময় আচমকা বাজ পড়লে তিনিও গুরুতর জখম হন। তাকে আশঙ্কাজানক অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকাগুলিতে নেমে এসেছে শোকের ছায়া।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper