বাংলাদেশে (howrah) হিন্দু তরুণ দীপু দাসের হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার হাওড়ায় মিছিল করলো বিজেপি। এ দিন সকালে হাওড়ার গুলমোহর পার্ক থেকে মিছিল করে হাওড়া ব্রিজের দিকে রওনা দেন বিজেপি কর্মী সমর্থকরা। হাওড়া ব্রিজের দিকে মিছিল এগিয়ে গেলে প্রায় ১০০ মিটার দূরে ব্যারিকেড করে বিজেপি সমর্থকদের আটকে দেয় হাওড়া সিটি পুলিশ । পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের । এদিনের ঘটনায় বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় আহত হয়েছেন বলে জানা গেছে ।
Howrah: বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে হাওড়ায় বিজেপির মিছিলে উত্তেজনা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper