ছট পুজো উপলক্ষে হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে হাজার হাজার পূর্ণার্থীদের ভিড়। রবিবার বিকেলে পূর্ণার্থীরা হাতে ডালা নিয়ে গঙ্গাঘাটে ভিড় জমান। সূর্য অস্ত যাওয়ার আগে সূর্য দেবতার পুজো করেন গঙ্গায় নেমে। দেবতাকে অর্ঘ্য দেওয়ার পর তারা বাড়ি ফেরেন।
পুণ্যার্থীরা জানিয়েছেন এই পুজোর জন্য তারা উপোস করেছিলেন। মনকামনা পূর্ণ এবং সংসারের মঙ্গলের জন্য তারা ছট পুজো করেন। ছট পুজো উপলক্ষে হাওড়ার গঙ্গা ঘাট গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের দুই হাজার পুলিশ কর্মী ছাড়াও সিভিক ভলেন্টিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা গঙ্গারঘাটগুলিতে নজরদারি চালান। রাজ্য পুলিশের হোম গার্ড এবং সিভিল ডিফেন্স বিভাগের ডিআইজি নিরজ কুমার সিংহ রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শনে আসেন। তিনি পূর্ণার্থীদের শুভেচ্ছা জানান। এদিকে আগামীকাল ভোরে ফের পুণ্যার্থীরা গঙ্গার ঘাটে জড়ো হবেন। সূর্যকে পুজো করার পর তারা বাড়ি ফিরবেন।
Chhath Puja Howrah: ছট পুজো উপলক্ষে হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে পূর্ণার্থীদের ভিড়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper