ওলা ক্যাব চালককে পুলিশি হেনস্থার প্রতিবাদে সরব হাওড়া স্টেশন সংলগ্ন ওলা ক্যাব চালকেরা। আজকে বিকেলে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ওলা ক্যাব চালককে মারধরের অভিযোগ ওঠে ওই সেতুতে কর্তব্যরত গোলাবাড়ি থানার অন্তর্গত হাওড়া ট্রাফিক গার্ড অধিকারিকদের বিরুদ্ধে। তাঁকে বেধড়ক মারধর করে ও গোলাবাড়ি থানাতে আটক করার ঘটনা ঘটে বলে সূত্রের খবর। এই খবর বাকি ক্যাব চালকদের মধ্যে ছড়িয়ে পড়তেই পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন হাওড়া স্টেশন সংলগ্ন উপস্থিত সমস্ত ওলা ক্যাব চালকেরা। তাঁরা যে যেখানে ছিলেন সেখানেই তাঁদের গাড়ি দাঁড় জড়িয়ে দেন ও গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এই জেরে হাওড়া ব্রিজ সহ গোটা হাওড়া স্টেশন চত্বরে বিশাল জানজটের সৃষ্টি হয়। অফিস ফেরত বাস, গাড়ি সমস্ত জ্যামে আটকে পড়েন। অভিযোগ ওই চালককে আটক করে রাখা হয়েছে গোলাবাড়ি থানাতে। তাঁকে ছাড়ানোর জন্য অন্যান্য ক্যাব চালকেরাও গোলাবাড়ি থানার উদ্যেশে রওনা দিয়েছেন। ওলা ক্যাব ওপারেটার ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নিখিল মাইতি অভিযোগ করেন আজকে লাইনে ঢোকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওই ক্যাব চালক তাঁর গাড়ি লাইনে ঢোকাতে যাচ্ছিলেন। তাঁকে সিভিক পুলিশ হাতে দেখালে তিনি দাঁড়িয়ে জান। আচমকাই পেছন থেকে আসা এক সিভিক পুলিশ তাঁর গায়ে হাতে দেয় ও তাঁকে মারধর করে। এরপর সেই ঘটনার প্রতিবাদ জানাতে বাকি ক্যাব চালকেরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে তাঁদের উপরে লাঠি দিয়ে হামলা চালায় পুলিশ। তাঁদের কয়েকজনকে গোলাবাড়ি থানাতে আটক করে রেখেছেন তাঁরা গোলাবাড়ি থানায় মিছিল করে যাচ্ছেন এখন। অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতো হবে ক্যাব চালককে ও এই ঘটনায় যুক্ত পুলিশ অধিকারিকদের নিলম্বিত করতে হবে তাঁদের ডিউটি থেকে বলেই দাবি করেন তিনি।
Howrah: ওলা ক্যাব চালককে ঘিরে ধুন্দুমার হাওড়া স্টেশন চত্বর,মুক্তির দাবিতে বিক্ষোভ সংগঠনের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া