মঙ্গলবার ডুমুরজলা এলাকা পরিদর্শন করলেন হাওড়া পুর কমিশনার ডাঃ সুজয় চক্রবর্ত্তী। এদিন তিনি জানান কলকাতার মতো হাওড়া শহরের রাস্তা ধোওয়ার জন্য যে গাড়ি কেনা হয়েছে তা দিয়ে এই এলাকায় কাজ শুরু হল। জানা গিয়েছে হাওড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা যেমন পঞ্চানন তলা রোড,ফোরসোর রোড,জি টি রোড সহ বিভিন্ন এলাকায় রাস্তা ধোওয়ার জন্য এই কাজ শুরু হল। এছাড়া জল ব্যবহারের ফলে হাওড়ার অন্যান্য পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে তিনি পরে জানাবেন বলে জানান।
Dumurjala Howrah: ডুমুরজলা এলাকা পরিদর্শনে হাওড়া পুর কমিশনার ডাঃ সুজয় চক্রবর্ত্তী
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper