হাওড়ায় বেআইনি (Howrah) নির্মাণের অভিযোগের মধ্যেই এবার গুরুতর অভিযোগ একটি গেঞ্জি কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে | বার গঙ্গা দখল করে চলছে নির্মানের অভিযোগ | প্রায় দশ থেকে পনেরো ফুট গঙ্গা দখল করে রাবিশ ফেলে বুঝিয়ে চলছে নির্মাণ কার্য |
খবর পাওয়ার পর ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার মুখ্য প্রকাশক সুজয় চক্রবর্তী | পাশাপাশি স্থানীয়দের তরফে অভিযোগ খুব বাজে কাজ করছে এই ভাবে নির্মাণ করে | অন্যদিকে অভিযুক্ত গেঞ্জি কারখানার মালিক শ্রীনিবাস লোহিয়ার দাবি , এই জমি আমাদের ছিল, আমরা কিছুটা জমি এমনিতেই ছেড়ে দিয়েছি | আর এটি কোনো নির্মাণ হচ্ছে না , বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ চলছে | বাউন্ডারি ওয়াল নাদিলে , দুষ্কৃতীরা ঢুকে পড়ছে এলাকায় | তবে পুরসভার তরফে জানা গেছে, পুরো বাউন্ডারি ওয়ালটাই করা হচ্ছে গঙ্গা দখল করে | শুধু গঙ্গা দখল করেই ক্ষান্ত হয়নি, অনুমতি ছাড়াই কাটা হয়েছে বড় বড় গাছ | বেআইনি বহুতল নিয়ে অভিযোগের মধ্যেই গঙ্গা দখল নিয়ে তোলপাড় এলাকা |