নতুন বছরের শুরুর দিনই ট্রেনের ধাক্কায় (Howrah) মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার অন্তর্গত “মাজু স্টেশনে”।মৃত মহিলার নাম রমা সাঁতরা । মৃত মহিলার বাড়ি মাজু এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে , এদিন রমা সাঁতরা , তার ৩ টি গরুর সাথে রেল লাইনের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন । হঠাৎ ই একটি রেল ইঞ্জিন লাইনে চলে আসলে , রেল ইঞ্জিন টি প্রথমে ৩ টি গরুকে ধাক্কা মারে । তিনটি গরুর গলার দড়ি মহিলার হাতে ছিল । দড়ির টানে মহিলা রেল ইঞ্জিনের তলায় চলে গেল , ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
Howrah: হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper