শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

HOWRAH: হাওড়া বাসীর জন্য সুখবর ,বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা গ্রিন লাইনে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

HOWRAH: হাওড়া বাসীর জন্য সুখবর ,বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা গ্রিন লাইনেনতুন বছরের (HOWRAH) আগেই হাওড়া বাসীর জন্য সুখবর ,বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা গ্রিন লাইনে।চলতি ডিসেম্বর মাসের ১৫ তারিখ ,সোমবার থেকে গ্রিন লাইনে ২২৬টির বদলে ২২৮টি মেট্রো চলবে ।সোমবার থেকে শুক্রবার মিলবে এই পরিষেবা। শনিবার ২০২টি মেট্রোর বদলে চলবে ২০৪টি মেট্রো |রবিবার ছুটির দিনেও বাড়ছে মেট্রো সংখ্যা ,১০৪টির বদলে ১০৮টি মেট্রো চলবে। প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩৯ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এর দিকে যাওয়ার মেট্রো। উল্টোদিকে ১৫ মিনিট এগিয়ে সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে আসা মেট্রো । দিনের শেষ পরিষেবা রাত ৯টা ৪৭ মিনিটের বদলে রাত ৯টা ৫৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে মেট্রোর। রাত ৯টা ৪৫ মিনিটের বদলে রাত ৯টা ৫৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকের মেট্রোর। রাত ১০টা ৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত চলবে মেট্রো । গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বাড়ায় ,মেট্রো রেলের এমন সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছে হাওড়া বাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।