হাওড়া শরৎ সদনের বইমেলাকে ঘিরে শুরু হল নতুন বিতর্ক। সোমবার এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ জয়সওয়াল এই বইমেলার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনা হয়। অভিযোগ বাংলা বই মেলাতে থাকলেও নেই হিন্দি অথবা অন্যান্য ভাষার বই। শরৎ সদন এলাকাতে বহু সংখ্যক হিন্দি ভাষী বসবাস করেন। তবে বইমেলাতে গেলে তাঁরা কিনতে পারবে সেরকম কোনো বই রাখা হয় নি। এতে তাঁরা মনে করছেন মেলাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তাই তিনি প্রশাসন তথা সকলের কাছে আবেদন জানান এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হয়। সোমবার এই মর্মে জেলা শাসককেও মেল করা হয় অবাঙালি সমাজের পক্ষ থেকে।
Howrah: বই মেলাতে বাংলা বইয়ের পাশাপাশি চালু হোক হিন্দি সহ অন্যান্য ভাষার বই রাখার ,দাবি কংগ্রেসের অবাঙালি সমাজের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া