আজ 4/2/2023 তারিখ শনিবার পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে মাঘি পূর্ণিমা হয় আর এই মাঘি পূর্ণিমা তিথিতেই হাওড়ার সালকিয়াতে পুজিত হন শ্রী শ্রী শীতলা মাতা দেবী কথিত আছে শ্রীশ্রী শীতলা মাতা দেবীরা ৫ বোন আছেন তারা হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে মন্দির থেকে বাড়িতে পূজিত হন আজ এই দিনটিতে সমস্ত বোনেরা মিলিত হন বাধা ঘাটে গঙ্গার ঘাটের পাড়ে শুধু যিনি ছোট বোন বলে খেত মুরগি হাঁটার মন্দিরে পুজিত হন । লোকমুখে কথিত আছে এই ছোট বোন বড় বোনের সঙ্গে দেখা করতে যান না কারণ তিনি খুব চঞ্চলা তাই তাকে মুরগিহাটা মন্দিরে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে তাই উনাকে স্নান করতে নিয়ে যাওয়া হয় না বেশ কয়েকশো বছর ধরে হয়ে আসছে প্রথা অনুযায়ী এই পুজো বর্তমানে হাওড়া সিটি পুলিশের শীতলা মাতার রেজিস্টার অনুযায়ী ৪৪টি শীতলা মাতার মূর্তি শোভাযাত্রা সহকারে গঙ্গার ঘাটে আনা হয় স্নান করানোর উদ্দেশ্যে এই স্নানযাত্রাকে কেন্দ্র করে হাওড়া শহরের বেনারস রোড এবং জিটি রোড সংলগ্ন অঞ্চলের মানুষরাই এই শ্রী শ্রী শীতলা মাতার পুজোকে সাড়ম্বরে পালিত করেন এই একদিনের পুজোকে ঘিরে হাওড়া শহরের সালকিয়া চত্বর থেকে শুরু করে বেনারস রোড ও জি টি রোড অঞ্চল হাওড়ার প্রশাসন সকাল দশটার পর থেকে সমস্ত যানবাহনের নিষেধাজ্ঞা জারি করেন কারণ দুপুর দুটো থেকে শীতলা মাতার বোনেরা একে একে বড় বোন যিনি সালকিয়া হরগঞ্জ বাজারের মন্দিরে অবস্থান করেন তার সাথে সাক্ষাৎ করতে যাবেন অন্য সব বোনেরা ছোটবোন বাদে এবং স্নান করে ফিরে আসবেন যে যার মন্দিরে তারপরের দিন পুজিত হবেন তারা যে যেখানে অবস্থান করেন সেই অঞ্চলে সেই অঞ্চলের মানুষরা নতুন বস্ত্র পরে শুদ্ধভাবে ভক্তি ভরে নির্জলা থেকে পূজো দেবেন মায়ের পায়ে এই মায়ের পুজো কে কেন্দ্র করে সালকিয়া চত্বর হয়ে ওঠে আনন্দমুখর হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় লাগানো হয় সিসি ক্যামেরা এবং হাওড়া সিটি পুলিশের পুলিশ কর্মীরা সজাগ দৃষ্টি রেখে চলেন যেন কোন আগত ভক্তের কোনরকম সমস্যা না হয় সেই দিকে এবং এই ভক্তদের দেখভালের দায়িত্ব থাকেন বিভিন্ন সংগঠন ও ক্লাবের সদস্য সদস্যরা শীতলা মাতার স্নানযাত্রা কে কেন্দ্র করে লাখো লাখো ভক্ত সমাগম হয় দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন শোভাযাত্রা নাচ-গান করতে করতে বাঁধাঘাট গঙ্গার ঘাটে এসে স্নান করানোর উদ্দেশ্যে হাজির হন এবং সমস্ত শীতলা মাতার ভক্তগনরা মাকে ঘাড়ে করে বয়ে নিয়ে আসে স্নানের উদ্দেশ্যে এবং এই মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মায়ের কাছে ভক্তরা মানত করেন বিভিন্ন রকমের কাউকে দেখা যায় স্নান করে ভিজে কাপড়ে রাস্তায় দন্ডি কাটতে কাটতে মায়ের উদ্দেশ্যে যাচ্ছেন আবার কেউ একইভাবে শুদ্ধ কাপড়ে হেঁটে মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্নান করার জন্য। এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে এবং সুসজ্জিত ঘোড়ার গাড়ি সহযোগে মাকে নিয়ে যাওয়া হয় স্নানের উদ্দেশ্যে এই দৃশ্য উপভোগ করার জন্য যেমন ভক্তরা যান এবং সাধারণ মানুষও সালকিয়া হরগঞ্জ বাজারের রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকেন এই শুভক্ষণের সাক্ষী হয়ে থাকার জন্য তাই হাওড়ার এই অঞ্চল আজকে হয়ে ওঠে আনন্দমুখর একটি দিন !
ভক্তদের বিশ্বাস মানব জীবনে মনুষ্য জাতির শরীরে এই মৌসুমে দেখা যায় বসন্ত রোগের পাদুর্ভাব এই রোগের হাত থেকে বাঁচতে পুজো করা হয় শ্রীশ্রী শীতলা মাতার তাই হাওড়ার এই অঞ্চলজুড়ে আজকের এই মাঘী পূর্ণিমা দিনটি হয়ে ওঠে উৎসবমুখর ।
Howrah: শীতলা মায়ের স্নান যাত্রা হাওড়ার সালকিয়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া