হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় মনোজ তিওয়ারির নির্দেশে ও শিবপুর বিধানসভা কেন্দ্রের যুব সভাপতি সুপ্রভাত মশাট এর উদ্যোগে আজ কালী পুজো উপলক্ষে শিবপুর বিধানসভার কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে এবং পথ চলতি মানুষ মানুষের হাতে তুলে দিলেন মাটির প্রদীপ।সারা দেশ যখন আলোয় আলোকিত ঠিক পুজোর আগের দিন কয়েক হাজার মাটির প্রদীপ তুলে দিলেন এবং যাতে সমস্ত মানুষ এই প্রদীপ জ্বালিয়ে ঘরে প্রদীপ জ্বালিয়ে আলো আলোকিত করে।
Howrah: বিধায়ক মনোজ তিওয়ারির নির্দেশে প্রদীপের আলোয় শুভ কামনার বার্তা ছড়িয়ে দিল শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাট
রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper