বেলগাছিয়া (Howrah) ভাগাড়ের সমস্ত জঞ্জাল সরানোর উদ্যোগ নিল হাওড়া পুরসভা। (Howrah) আজ রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বায়ো মাইনিং প্রজেক্ট এর উদ্বোধন করে’ন।(Howrah) হাওড়া পুরসভা জানিয়েছে ওই ভাগাড় এলাকায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক তৈরি করা হবে। গত 150 বছরের বেশি সময় ধরে হাওড়ার বেলগেছিয়া ভাগাড়ে জমেছে হাওড়া শহরের যাবতীয় জঞ্জাল। হাওড়া পুরসভার কর্মীরা প্রতিদিন সকালে গোটা শহর থেকে জঞ্জাল সংগ্রহ করে তা বড় বড় ডাম্পার করে ফেলে বেলগাছিয়ার ওই ভাগাড়ে। পুরসভার হিসাব অনুযায়ী প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন জঞ্জাল ফেলা হয়। দীর্ঘদিন প্রচুর পরিমাণে জঞ্জাল জমার ফলে ওই এলাকায় কার্যত তিনটি জঞ্জালের পাহাড় তৈরি হয়েছে। বর্তমানে ১০ লক্ষ মেট্রিক টন এর বেশি জঞ্জাল জমে আছে।
এর ফলে শহরে বাড়ছে দূষণ। বর্তমানে এই এলাকায় কয়েকশো লোকের বসবাস আছে ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য দীর্ঘদিন ধরে ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কোন সুরাই তালা দেখতে পান না তাদের দৈনন্দিন জীবনে হয়ে ওঠে দুর্বিসহ এত বড় যাগ-যজ্ঞ করেও এ অনুষ্ঠানটি হয়ে গেল এলাকাবাসী বলছেন দেখি এই সমস্যা থেকে মুক্তি পেতে দেরিতে হলেও নড়েচড়ে বসেছে হাওড়া পুরসভা। আজ হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন বেলগাছিয়া ভাগাড়ের সব জঞ্জাল সরিয়ে ফেলা হবে। কে এম ডি এর পক্ষ থেকে বায়ো মাইনিং প্রকল্পের কাজের আজ উদ্বোধন হবে। এর মাধ্যমে জঞ্জালের তিনটি পাহাড়কে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে জঞ্জাল থেকে শক্তি উৎপাদন করা হবে। গোটা এলাকাকে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক হিসাবে গড়ে তোলা হবে। মোট খরচ হবে ৭০ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগবে তিন বছর। হাওড়া শহরবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক প্রকল্প বলে মনে করছেন হাওড়া পুরসভার চেয়ারম্যান।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper