
বলি তারকা ইলিয়ানা ডিক্রুজ রয়েছেন ছুটির মেজাজে । একঘেয়েমি কাটাতে ফুরসত মিলতেই সময় কাটাতে বন্ধুদের সঙ্গে উড়ে গিয়েছেন ইলিয়ানা। বক্ষযুগল উন্মুক্ত করে হোক কিংবা অনাবৃত উরু বার করে হোক নায়িকা সর্বদাই খবরের শিরোনামে থাকেন। ফের সাদা বিকিনিতে কুল মুডে ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন ইলিয়ানা। তবে অতিরিক্ত শরীর দেখাতে গিয়েই চরম ট্রোলের মুখে পড়তে হয়েছে বলি নায়িকা ইলিয়ানা ডিক্রুজকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট বিকিনি পরে ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। যা মুহূর্তে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে সাদা রঙের বিকিনি পরে সমস্ত ভক্তদের পাগল করে দিয়েছেন ইলিয়ানা।নীল নির্জন দ্বীপ থেকে একের পর এক ছবি শেয়ার করেই চলেছেন ইলিয়ানা। বিকিনিতে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। অতিরিক্ত শরীর দেখাতে গিয়েই চরম ট্রোলড হলেন বলি নায়িকা । কমেন্টে এক নেটিজেন লিখেছেন- বাপ রে বার এটা কোমর নয়, এটা কামরা রে কামরা। কেউ আবার চাড্ডি গ্যাং বলে কটাক্ষ করতেও ছাড়েননি। যদি এইসব সমালোচনা কে পাত্তা দিতে নারাজ ইলিয়ানা।অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢু মারলেই নায়িকার একাধির গা গরম করা ছবির দেখা মিলবে। বিকিনিতে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। প্রতিটি ছবিতেই যেন ভরা যৌবন উপচে পড়ছে ইলিয়ানার । ঝড়ের গতিতে ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যা বেড়েই চলেছে। কখনও সাদা কখনও আবার লাল, নানা ভাবে নিজের শরীরকে ফ্লন্টস করেছেন ইলিয়ানা ডিক্রুজ । প্রতিটি ছবিতে শরীরের ভাঁজ স্পষ্ট। নজরকাড়া পোশাকে আগুন জ্বলছে নেটদুনিয়ায়। ২০১২ সালে অনুরাগ বসুর ‘বরফি’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন ইলিয়ানা। তবে বলিউডের আগে দক্ষিণের ছবিতে বেশ ভালই নাম ডাক ছিল ইলিয়ানার। ইলিয়ানাকে শোবিজের অন্যতম হটেস্ট নারী হিসেবে গণ্য করা হয়। তার এই হট অবতার দেখতেই নেটপাড়া সরগরম। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে বিতর্ক। তবে এইসব কিছু কে বুড়ো আঙুল দেখিয়ে নায়িকা আপাততঃ মজে নীল সমুদ্রের জলে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper