পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় আলিপুরদুয়ার জেলার ধুমুচিপারা চা বাগানে শুক্রবার আয়োজিত হয় চা শ্রমিকদের পরিচয়পত্র প্রদান শিবির। এদিন ধুমুচিপারা চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় শ্রম দপ্তরের পরিচয়পত্র। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিমবঙ্গ ভবন ও নির্মান কল্যান দপ্তরের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিঞ্জ জানান চলতি মাসের এগারো তারিখ দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মালবাজারে চা শ্রমিকদের সমাবেশে ঘোষণা করেছিলেন পনেরো দিনের মধ্যে চা শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করা হবে। সেই ঘোষণা অনুযায়ী এদিন শিবির আয়োজন করে চা শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে একাজ সম্ভব হয়েছে এবং পর্যায়ক্রমে সমস্ত চা শ্রমিকদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হবে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
Inttuc Alipurduar : চা শ্রমিকদের পরিচয়পত্র প্রদান
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper