সময়টা মোটেই ভাল যাচ্ছে না নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের। কয়েক মাস আগেও লুকআউট নোটিস জারি হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকী গত ডিসেম্বর মাসেই দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় অভিনেত্রীকে। এবার ১৫ দিনের জন্য দেশের বাইরে যেতে চান জ্যাকলিন, সেইমতো দিল্লির এক আদালতে আবেদনও করেছিলেন নায়িকা I দেশের বাইরে যাওয়ার অনুমতি কী মিলবে জ্যাকলিনের ? জোর জল্পনা চলছিল তা নিয়েও । অবশেষে জট কাটল। দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন জ্যাকলিন। বলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর জন্য আবু ধাবি যাচ্ছেন জ্যাকলিন। তিন দিন ধরে চলবে এই আইফা অ্যাওয়ার্ডসে I সেখানে উপস্থিত থাকছেন অভিনেত্রী। তবে যাওয়ার অনুমতি যেমন পেয়েছেন তেমনই রয়েছে বেশ কিছু শর্ত। শনিবার দিল্লি আদালতের তরফে এলওসি স্থগিত করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। নায়িকা এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি। সূত্র থেকে জানা গিয়েছে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপের মামলায় ৭ কোটির টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে অভিনেত্রীর।এত কেচ্ছার পর জ্যাকলিন যে বেশ বিপাকে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না I তবে বিদেশে যাওয়ার ছাড়পত্র তাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বলা যায় I