হাওড়ার জগাছা থানা এলাকার নন্দীপাড়ার একটি আবাসনের ফ্ল্যাটে বৃহস্পতিবার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার আবাসনের একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী প্রবেশ করে। ফ্ল্যাটে উপস্থিত মহিলা নিধি ঝাঁ দরজা কলিং বেলের আওয়াজে দরজা খুললে ওই দুষ্কৃতী তাঁর গলা টিপে ধরে। স্থানীয় বাসিন্দাদের অনুমান লুটপাট চালানোর উদেশ্য নিয়েই এই হামলার ঘটনাটি ঘটেছে। মহিলার চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা বেরিয়ে পড়লে ওই দুষ্কৃতী ধরা পড়ার ভয়ে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও আবাসনের নিচেও লোকজন জড়ো হয়ে যায়। তাঁদের হাতে ধরা পরে ওই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত ওই দুষ্কৃতীর নাম সাইফুল সর্দার। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। এরপরই তাঁকে গণ পিটুনি দেয় এলাকার বাসিন্দারা। এরপর জগাছা থানাতে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জগাছা থানার পুলিশ। তারা ওই ব্যক্তিকে আটক করে। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলেই জগাছা থানা সূত্রে খবর। প্রকাশ্য দিবালোকে এই ধরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার আধিকারিকরা। ওই দুষ্কৃতীর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই আক্রান্ত মহিলা নিধি ঝাঁ র সঙ্গে পূর্ব পরিচিতি ছিল কিনা তাও ক্ষতিয়ে দেখা হবে বলে জগাছা থানা সূত্রে খবর।
Jagacha: আবাসনের ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী হামলা হাওড়ার জগাছায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper