বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Jagatdal: জগদ্দলে পরিচারিকার একাউন্টের মাধ্যমে এক কোটি ৮০ লক্ষ টাকার লেনদেন তদন্তে রাঁচি থানার পুলিশ

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Jagatdal: জগদ্দলে পরিচারিকার একাউন্টের মাধ্যমে এক কোটি ৮০ লক্ষ টাকার লেনদেন তদন্তে রাঁচি থানার পুলিশজগদ্দলের গুপ্তারবাগান এলাকার বাসিন্দা ৬২ বছরের সুশীলা কাহার পরিচারিকার কাজ করেন। আর প্রতিমাসে তিনি হাজার টাকার বিধবা ভাতা পান। অভিযোগ, সুশীলা দেবীর এস বি আই একাউন্ট থেকে এক কোটি ৮০ লক্ষ টাকার লেনদেন করা হয়েছে। বৃহস্পতিবার বেলায় রাঁচি থেকে পুলিশের এক বিশেষ টিম তদন্তে আসেন। তারা বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং ব্যাঙ্কের পাস বুক খতিয়ে দেখেন। যাবার সময় তদন্তকারীরা ৪১ ( এ) সিআরপিসি ধারায় ধারায় একটি নোটিশ বৃদ্ধাকে দিয়ে যান। এক সপ্তাহের মধ্যে বৃদ্ধাকে সিল্লি থানায় দেখা করতে বলা হয়েছে ওই নোটিশে। ঘটনায় স্তম্ভিত বৃদ্ধা এবং পড়শিরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করলেন বৃদ্ধা এবং তার পড়শিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।