প্রতি বছর (Jalpaiguri) জুন মাসের পাঁচ তারিখ বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে দুই হাজার গাছের চারা রোপন করা হয়।
জলপাইগুড়ি জেলা পুলিশের আওতাধীন সমস্ত ইউনিট গুলির আধিকারিকগন সহ পুলিশ কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন। জলপাইগুড়িতে কর্মসুচীতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জ এর ডি আই জি শ্রী সুধাকর, আই পি এস, ও জলপাইগুড়ি জেলার এস পি খন্ডবাহলে উমেশ গনপত, আই পি এস।