Breaking News

Jalpaiguri CITU: জলপাইগুড়ি শহরে হকার উচ্ছেদর বিরুদ্ধে মিছিল ও পৌরসভা অভিযান সিটুর

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri CITU: জলপাইগুড়ি শহরে হকার উচ্ছেদর বিরুদ্ধে মিছিল ও পৌরসভা অভিযান সিটুরজলপাইগুড়ি (Jalpaiguri ) শহরে হকার্স উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পৌরসভা অভিযান করল সিটু অনুমোদিত স্ট্রীট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়ন। (Jalpaiguri ) উল্লেখ গত কয়েক দিন ধরে জলপাইগুড়ি পৌরসভা ও পুলিশ প্রশাসন শহরে রাস্তা যানজট মুক্ত ও স্বচ্ছতা শহরের নামে হকারদের উচ্ছেদ করছে বলে সংগঠনের তরফে অভিযোগ। আর এর প্রতিবাদে এদিন সমাজপাড়ায় সিটুর হকার্স ইউনিয়নের সদস্য মিলিত জলপাইগুড়ি শহরে একটি প্রতিবাদ মিছিল পরিক্রমা করে ও পরে জলপাইগুড়ি পৌরসভায় একটি স্মারক লিপি দেয়। এই সংগঠনের জেলা সম্পাদক নিলাঞ্জন নিয়োগী বলেন, হকার্সদের পুনর্বাসন ও সঠিক পরিকল্পনা না করেই পৌরসভা হকার্সদের উচ্ছেদ করছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সংগঠনের তরফে। আরও বলে যদি এর সুরাহা হলে তীব্র আন্দোলনের হুশিয়ারি দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।