শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jalpaiguri: চুরির দায়ে অভিযুক্তকে হেফাজতে নিয়ে উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: চুরির দায়ে অভিযুক্তকে হেফাজতে নিয়ে উদ্ধার চুরি যাওয়া সামগ্রী জলপাইগুড়ি (Jalpaiguri) কোতোয়ালি থানায় চলতি মাসের এগারো তারিখ থানা এলাকার মহন্ত (Jalpaiguri) পাড়ার বাসিন্দা কৃষ্ণা বসু ঠাকুর অভিযোগ দায়ের করে জানান অষ্টমী পুজোর দিন তিনি ও তার বাড়ির লোকজন বাড়ির কাছাকাছি একটি পুজো মন্ডপে যান সকাল সাড়ে নটায় এবং সকলে মিলে বাড়ি ফেরেন বিকাল পাঁচটায়। বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা। ঘরের ভেতরে আলমারির তালা ভাঙ্গা ও আলমারি থেকে সোনার চেন, বালা কানের দুল সহ নগদ পাঁচ হাজার টাকা চুরি গেছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে এলাকার কুখ্যাত চোর টোটন সরকারকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে ও তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। আদালত পুলিশ হেফাজত মঞ্জুর করলে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি যাওয়া সামগ্রীর হদিশ পায় এবং চুরি যাওয়া সামগ্রীর বেশীরভাগ উদ্ধার করে। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।