Breaking News

Jalpaiguri: পুলিশের দ্রুত পদক্ষেপ, উদ্ধার তিন নিখোঁজ তরুনী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: পুলিশের দ্রুত পদক্ষেপ, উদ্ধার তিন নিখোঁজ তরুনী জলপাইগুড়ি (Jalpaiguri)  জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় উদ্ধার হলো তিন তরুনী। জানা গেছে জানুয়ারি মাসের ঊনত্রিশ তারিখ ময়নাগুড়ি থানা এলাকার তিন তরুনী একসাথে নিখোঁজ হয়ে যায়। তাদের পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে ময়নাগুড়ি থানায় নিখোঁজ ডাইরি করেন। অভিযোগ পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে ও ট্র‍্যাকিং এর মাধ্যমে জানতে পারে নিখোঁজ তরুনীরা হাওড়া রেল স্টেশনে আছে। পুলিশ হাওড়া জি আর পি ও আর পি এফ এর সাথে যোগাযোগ করে। জি আর পি, আর পি এফ ও রেল কর্মীদের লাগাতার অনুসন্ধানের পর জানুয়ারি মাসের একত্রিশ তারিখ সন্ধ্যায় তিন তরুনীকে উদ্ধার করে। পুলিশ তাদের শনিবার ময়নাগুড়িতে নিয়ে আসে ও পরিবারের হাতে তুলে দেয়। জানা গেছে তরুনীরা নিরাপদেই আছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।