জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে সোমবার সকালে ঘটে গেলো এক মর্মান্তিক দূর্ঘটনা। এদিন সকালে নাগরাকাটা ব্লকের খেরকেটা থেকে একটি পিক আপ ভ্যান করে শ্রমিকরা গাঠিয়া চা বাগানে কাজ করতে যাচ্ছিলেন। গাঠিয়া চা বাগানের কিছুটা আগে পিক আপ ভ্যানটি ব্রেক ফেল করে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের। আহত হন বেশ কয়েকজন। স্থানীয়রা আহতদের স্থানীয় শুল্কাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েকজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর কয়েকজনের আঘাত গুরুতর থাকায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে স্থানীয় এক ঠিকাদার শ্রমিকদের পিক আপ ভ্যান করে চা বাগানে কাজের জন্য প্রতিদিন নিয়ে যেতেন। এদিন ও শ্রমিকদের নিয়ে পিক আপ ভ্যান গাঠিয়া চা বাগানের উদ্দ্যেশ্যে রওনা হয়। চা বাগানটি উঁচুতে অবস্থিত। গাঠিয়া চা বাগানে প্রবেশের পথটি খারাপ থাকায় গাড়ী নিয়ে যাওয়া যায়না। গাড়ি চা বাগানের আগে দাঁড় করিয়ে দিতে হয়। এদিন চালক গাড়ি নিয়ে উপরে চা বাগানে যাবার চেষ্টা করলে গাড়ির ব্রেক কাজ না করায় গাড়িটি পিছন দিকে পিছলে গাড্ডায় পড়ে যায় ও এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ পিক আপ ভ্যানে পচিশ ত্রিশ জনের জায়গায় পঞ্চাশ জন শ্রমিককে ঊঠানো হয়। পাশাপাশি তারা আরও অভিযোগ করেন পিক আপ ভ্যানে যাত্রী বহন বে আইনী তা সত্বেও ঠিকাদার শ্রমিকদের অমানবিকভাবে বোঝাই করে কাজে পাঠাচ্ছিলেন যার কারনে এই মর্মান্তিক দূর্ঘটনা। এখন এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন এই মৃত্যুর দায় নেবে কে?
Jalpaiguri: কাজে যাবার পথে পিক আপ ভ্যান উল্টে মৃত্যু তিন শ্রমিকের, আহত বেশ কয়েকজন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি