বুধবার জলপাইগুড়ি এমপি কাপ ফুটবলে জয়ী হল রাজগঞ্জ এবং রানার্স জলপাইগুড়ি সদর (Football)। খেলাটি অনুষ্ঠিত হয় টাউন ক্লাব। সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের উদ্ধোগে। সহযোগিতা করে বিএসএফ, এসএসবি, সিআরপিএফ ও টাউন ক্লাব কতৃপক্ষ ও জলপাইগুড়ি বাসি, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ। সাংসদ জয়ন্ত রায় বলে খুব শান্ত ও নিরিরলসভাবে খেলা অনুষ্ঠিত হয়, আমি বড় উৎসাহের সহিত উপভোগ করেছি। এই খেলা ভবিষ্যৎ প্রতিভাবান সম্ভাবনার প্রয়াস।
MP Cup Football 2023: জলপাইগুড়ি এমপি কাপে চাম্পিয়ান রাজগঞ্জ
রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, জলপাইগুড়ি