Breaking News

MP Cup Football 2023: জলপাইগুড়ি এমপি কাপে চাম্পিয়ান রাজগঞ্জ

রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, জলপাইগুড়ি

MP Cup Football 2023: জলপাইগুড়ি এমপি কাপে চাম্পিয়ান রাজগঞ্জ বুধবার জলপাইগুড়ি এমপি কাপ ফুটবলে জয়ী হল রাজগঞ্জ এবং রানার্স জলপাইগুড়ি সদর (Football)। খেলাটি অনুষ্ঠিত হয় টাউন ক্লাব। সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের উদ্ধোগে। সহযোগিতা করে বিএসএফ, এসএসবি, সিআরপিএফ ও টাউন ক্লাব কতৃপক্ষ ও জলপাইগুড়ি বাসি, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংসদ। সাংসদ জয়ন্ত রায় বলে খুব শান্ত ও নিরিরলসভাবে খেলা অনুষ্ঠিত হয়, আমি বড় উৎসাহের সহিত উপভোগ করেছি। এই খেলা ভবিষ্যৎ প্রতিভাবান সম্ভাবনার প্রয়াস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।