জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের অধীন ধুপগুড়ি থানার পুলিশ কর্মীরা সোমবার গাদং ক্লাব মোড় বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করলো প্রচুর পরিমান মদ, গ্রেপ্তার করা হয়েছে চায়ের দোকানের মালিক ব্রহ্মা রায় কে।
গ্রেপ্তার চায়ের দোকানের মালিক
পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছে গোপন সুত্রে খবর আসে ঐ চায়ের দোকানে মদ বিক্রির অবৈধ কারবার চলে। চায়ের দোকানদার তার দোকানে মজুত মদের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আবগারি আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।