শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Jalpaiguri: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পুলিশের নজরদারিতে জেলার হোটেল ধাবা ও গেস্ট হাউজ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পুলিশের নজরদারিতে জেলার হোটেল ধাবা ও গেস্ট হাউজপঞ্চায়েত নির্বাচনের (Jalpaiguri) প্রাক্কালে জলপাইগুড়ি জেলার সমস্ত হোটেল, ধাবা, লজ ও গেস্ট হাউজ গুলিতে কড়া নজরদারি চালাতে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকার হোটেল, লজ, ধাবা ও গেস্ট হাউজ গুলিতে পুলিশ যাচ্ছে এবং সেগুলির প্রবেশ ও প্রস্থানের জন্য খাতা খুলে দেখছে। পুলিশ সূত্রে জানা গেছে এথেকে পুলিশ জানতে পারছে জেলার কোথায় কারা আসছে বা তাদের উদ্দ্যেশ্য কি। পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই উদ্যোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।