শনিবার জলপাইগুড়িতে (DYFI) দলীয় বৈঠকে যোগ দিতে এলেন ডিওয়াইএফআইএর নেত্রী মিনাক্ষী মুখার্জী।(DYFI) প্রথমে তিনি জলপাইগুড়ি ডিবিসি রোড সংলগ্ন সিপিএমের কার্যালয়ে যান! পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নোত্তর পর্ব সারেন। সাংবাদিকরা মূলত অভিষেক ব্যানার্জী কে সিবিআই ডাকা নিয়ে প্রশ্ন তোলেন ,মিনাক্ষী বলেন, সিবিআই তো ভালো কাজের জন্য ডাকে না চোর চুরিতে অভিযুক্তদের ডাকে।
আমাদের ছেলে মেয়েদের যারা ভবিষ্যৎ নষ্ট করেছে তার শাস্তি অবশ্যই হওয়া দরকার। পরে লাটা গুড়িতে যুব সংগঠনের একটি কর্মী সভায় যোগ দেন সঙ্গে ছিলেন জেলা নেতা প্রদীপ দে সহ অন্যান্যরা। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৈঠক।বিকেলে ক্রান্তির চৈতন্য মাঠে বৃষ্টি উপেক্ষা করে সিপিএমের ডাকা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে একটি জনসভায় কার্যত তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সলিল আচার্য সহ জেলা ও ব্লক স্তরের নেতারা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper