Breaking News

Janhvi Kapoor: শ্রীদেবী কন্যা জাহ্নবির হটনেসে পাগল নেটিজেনরা, ভাইরাল ছবি

নব্বইয়ের দশকের লেডি সুপারস্টারের শ্রীদেবীর এই কন্যা বর্তমানে তাঁর অভিনয় এবং মারকাটারি ফিগারের দৌলতে বলিউড কাঁপাচ্ছেন। সামনেই মুক্তি পেতে চলেছে তার ফিল্ম “গুডলাক জেরি” আর সেই ছবির কারণেই জোর প্রচারে নেমেছেন নায়িকা। নিত্যদিন একাধিক ফ্যাশনেবল পোশাকে ধরা দিচ্ছেন দর্শকদের সামনে। সম্প্রতি হাই-থাই স্লিটেড পোশাকে সর্বসমক্ষে হাজির হয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এলেন জাহ্নবি কাপুর।অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে সম্প্রতি একগুচ্ছ বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রী হট সেনসেশন দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন । এদিকে ফটোশুটের একাধিক ছবি নেট মাধ্যমে শেয়ার করার মধ্যে দিয়ে দর্শকদের উত্তেজনাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। এদিন ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী ক্যাপশন দেন,”যদি জেরি একটা চেরি হত”!খোলা চুল এবং আকর্ষনীয় মেকআপে এদিন অভিনেত্রীকে দেখাচ্ছিলো খুব লাস্যময়ী। বিশেষত তার ঠোটে লাগানো লাল লিপস্টিকটি ছিল নায়িকার সম্পূর্ণ পোশাকের মূলআকর্ষণ। নতুন প্রজন্মের এই নায়িকা বলি পাড়ায় ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত । তার ব্যাকলেস পোশাকের কারণেই সোশ্যাল মিডিয়াতে এভাবেই হয়ে উঠলেন চর্চার কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।