শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে উজ্জ্বল নক্ষত্র। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ তিনি প্রতিষ্ঠিত। জাহ্নবীকে নিয়ে চর্চা যেন দিনদিন বেড়েই চলেছে। প্রাক্তন প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে নাকি ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী।বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা হলেও প্রেমিকের সংখ্যাটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্ক আর তার সাথে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট নায়িকা। এবারও ফের প্রাক্তন প্রেমিক শিখরের সঙ্গে দেখা গেল জাহ্নবীকে।দিনকয়েক আগেই দিল্লির এক অনুষ্ঠানে শিখর পাহারিয়ার সঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে তাদের প্রেমের। প্রাক্তনের পাশে অন্তরঙ্গ মুহূর্তে বেশ হাসিমুখেই দেখা গিয়েছে জাহ্নবীকে।বেইজ রঙের স্ট্যাপলেস শর্ট ড্রেসের সঙ্গে গায়ে ওভারকোট জড়িয়ে দেখা গেল জাহ্নবীকে। খোলা চুলে লাস্যময়ীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। দুজনকে একসঙ্গে দেখেই ডেটিংয়ের জল্পনা বাড়ছে। দিনকয়েক আগেও লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে মলদ্বীপে ঘুরে বেড়াচ্ছিলেন জাহ্নবী কাপুর। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেছেন শ্রী-কন্যা। দীর্ঘদিন বাদে ছবির শুটিং-এর জন্য লন্ডনে ছিলেন জাহ্নবী।কখনও বিকিনি তো কখনও মনোকিনি, কখন আবার প্রিন্টেড জামা। সমুদ্র পাড় থেকে একাধিক ছবি শেয়ার করে চলেছেন জাহ্নবী কাপুর। ভক্তরাও অভিনেত্রীর ছবি দেখতে মুখিয়ে রয়েছেন। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা।সূত্র থেকে জানা গেছে ,এই ট্রিপেও নাকি শিখরের সঙ্গে গেছিলেন জাহ্নবী। তবে দুজনের কোনও ছবি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কিন্তু একই লোকেশনের ছবি শিখরও শেয়ার করেছিলেন, তাতেই জল্পনা আরও বেড়েছে। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে আবারও প্রেম করছেন জাহ্নবী ও শিখর।বর্তমানে তাদের প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন কেড়ে নিয়েছে I
Tags Janhvi Kapoor
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper