ভাটপাড়া থানার অন্যতম সস্তা বাজার কাঁকিনাড়ার মানিকপীর। সপ্তাহের তিন-চারদিন ক্রেতাদের ভিড়ে ঠাসা থাকে এই বাজার। ইদানিং কাঁকিনাড়ার মানিকপীর বাজার মোবাইল চুরির আখড়া হয়ে উঠেছে। শনিবার সকাল ১০-২০ মিনিট নাগাদ মানিকপীর বাজার থেকে কলকাতা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইবাজরা। উল্লেখ্য, চলতি বছরের গত ৫ জুন মানিকপীর বাজার থেকেই ওই সাংবাদিকের জামার পকেট থেকে মোবাইল ফোন তুলে নিয়েছিল ছিনতাইবাজরা। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও, মোবাইল চুরির কোনও কিনারা করতে পারেনি ভাটপাড়া থানার পুলিশ। শুধু মোবাইল চুরির ঘটনা নয়, মাঝে-মধ্যেই ঘটছে সাইকেল চুরির ঘটনাও। ক্রেতাদের দাবি, প্রতি সপ্তাহে দুই থেকে তিন-চারটে করে মোবাইল চুরির ঘটনা ঘটছে বাজারে। একটু অসতর্ক হলেই বিপদ। নিমিষের মধ্যে পকেট থেকে ভ্যানিশ হয়ে যাবে মোবাইল। মোবাইল চোরদের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের কড়া নজরদারির দাবি করলেন মানিকপীর বাজারে আগত সাধারণ মানুষজন।
Bhatpara: কাঁকিনাড়ার মানিকপীর বাজার থেকে সাংবাদিকের পরপর দুবার মোবাইল চুরি, উদাসীন প্রশাসন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper