উপকরণ : চাল ,আলু , পিঁয়াজ (বেরেস্তা), পাঁঠার মাংস ।
পদ্ধতি: প্রথমে চালটা আলাদা ভাবে সেদ্ধ করে নিন। তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিন। তারপর আলুর টুকরাগুলো ভালো করে ভেজে নিন।এরপর ভালো করে মসলা মাখানো পাঁঠার মাংস রান্নার হাঁড়িতে ঢেলে দিন । তার ওপর ভাজা আলু ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন ভালো করে ।এর পর পাঁঠার মাংসের ওপরে সেদ্ধ চাল সমান করে বিছিয়ে দিন । হাঁড়ির নিচে আগুন ও কয়লার দম দিন।এরপর হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটার লেচ্ছি দিয়ে বন্ধ করে দিন। এর পর তিন থেকে চার ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে পাঁঠার মাংসের সুস্বাদু কাচ্চি বিরিয়ানি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper