Breaking News

Kangana Ranaut: বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা, শোরগোল সোশ্যাল মিডিয়াতে

কঙ্গনা রানাওয়াত মানেই কন্ট্রোভার্সি। বিতর্ক যেন কখনওই তার পিছু ছাড়ছে না । নতুন নতুন বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ’ নিয়ে হাজির হয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত, যা নিয়ে বেশ চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে রীতিমত জনপ্রিয় হয়েছে এই রিয়্যালিটি শো।  এই শো-তে নিজেদের গোপন কথা ফাঁস করেছেন প্রতিযোগীরা। এমনকী শো-এর সঞ্চালকও নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা রানউত। নিজের জীবনের এমন এক গোপন কথা ফাঁস করেছিলেন কঙ্গনা যা শুনে রীতিমতো চমকে কথা বন্ধ হয়েছিল প্রতিযোগীদের। কঙ্গনা নিজের জীবনের অজানা কাহিনি সকলের সামনে তুলে ধরেছিলেন। কঙ্গনা জানান, আমি তখন খুবই ছোট ছিলাম। আমাদের ওখানে একটা ছেলে ছিল, যে বয়সে একটু বড় ছিল এবং সে আমাকে খারাপভাবে স্পর্শ করত। আমিও তখন এইসব বুঝতাম না।  ছেলেটি তখন যৌনতা বুঝতে শিখেছে। আমাকে ডেকে জামাকাপড় খুলে নগ্ন হতে বলত। তারপর সারা শরীর পর্যবেক্ষণ করত। কঙ্গনা এদিন মিটু-র কথাও তুলে ধরনে। তিনি বলেন, যারা এই মিটু-তে অভিযুক্তের নাম সরাসরি ফাঁস করেছেন তারা আর কাজ পান না। কঙ্গনা বলেন, এই আন্দোলন যারা করেছিলেন আজ সবাই হারিয়ে গেলেন। এমনকী আমি যখন সমর্থন করেছিলাম আমাকেও ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হয়েছিল। নায়িকার এই বিতর্কীত মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক শোরগোল পরে গেছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।