Breaking News

Karisma Kapoor: এক রাতের জন্য করিশ্মা কাপুরকে নিলামে তুলেছিলেন তাঁর স্বামী, নায়িকার অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া

রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে করিশ্মা কি আবার বিয়ের পিঁড়িতে বসছেন? করিশ্মা কাপুর সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আস্ক মি এনিথিং সেশন হোস্ট করেছিলেন যখন একজন কৌতূহলী ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আবার বিয়ে করতে চান কিনা। করিশ্মা এর আগে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন। সেই দিনগুলোর কথা আজও ভোলেননি করিশ্মা কাপুর। তাঁর জীবনের ভুল পদক্ষেপ ছিল এই সম্পর্কে যাওয়া। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন সব স্বাভাবিক করার। কিন্তু সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে বাধ্য হন তিনি। ২০১৬ সালে সঞ্জয় কাপুরের সাথে ডিভোর্স হয় অভিনেত্রীর।
কেমন ছিল তাঁদের সম্পর্কের সমীকরণ তা স্পষ্ট করতে করিশ্মা কাপুর জানান, তিনি মধুচন্দ্রিমাতেই বুঝতে পেরেছিলেন এই সম্পর্কের পরিণতি কী হতে চলেছে। বন্ধুদের সঙ্গেই সঞ্জয় কাপুর গিয়ে ছিলেন মধুচন্দ্রিমাতে। সেখান গিয়ে অদ্ভুত পরিস্থিতির সন্মুখীন হতে হয় করিশ্মাকে। মধুচন্দ্রিমার সময় এক রাতের জন্য করিশ্মা কাপুরকে নিলামে তুলেছিলেন তাঁর স্বামী। রীতিমত দর কষাকষি চলেছিল।সেই সময় তিনি অপ্রস্তুত হয়ে যান। তিনি তৈরি ছিলেন না এমন পরিস্থিতির জন্য। কিন্তু তাঁর স্বামী তাঁকে বাধ্য করে অন্যের সঙ্গে রাত কাটাতে। এখানেই শেষ নয়। পাশাপাশি সঞ্জয় কাপুর তাঁর দাদাকে বলে রেখেছিলেন করিশ্মা কাপুরকে চোখে চোখে রাখতে। শুধুই অসন্মান নয়, রীতিমত গায়ে হাত তোলা হত করিশ্মা কাপুরের ওপর। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বলিউডের অন্যতম সফল স্টার করিশ্মা কাপুর। তবে সেই সব দিন তিনি পেছনে ফেলে এসেছেন I এখন তিনি নতুন করে জীবন শুরু করতে চান বলে জানিয়েছেন I তার আগামী জীবন কি তবে রেখে গেলো বিয়ের ইঙ্গিত? ভক্তরা সেই দিনের দিকেই তাকিয়ে রয়েছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।