মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! বৃহস্পতিবার দিনভর তোলপাড় ছিল টিনসেল টাউন, ভিকি ঘরনি নাকি দু-মাসের প্রেগন্যান্ট বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী ভিকির সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ I নিউ ইয়র্কের রাস্তায় হাত ধরাধরি করে ঘুরতে দেখা গিয়েছে তাঁদের । তার মধ্যেই প্রেগন্যান্সি নিয়ে জোর চর্চা, আজকাল নাকি স্ত্রীর সঙ্গে বেশিই সময় কাটাচ্ছেন ভিকি কৌশল, অতিরিক্ত যত্নও করছেন ক্যাটরিনার। ক্যাট নাকি নিজের ছবির পরবর্তী সব শুটিংও পিছিয়ে দিয়েছেন। ক্যাটের মা হওয়ার জল্পনায় মুখ খুলতে বাধ্য হয়েছেন ভিকির মুখপাত্র। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। ঢিলেঢালা পোশাক পরে শুটিং সেরে মুম্বইতে ফিরছিলেন ক্যাটরিনা কাইফ I ঢিলেঢালা সালোয়ার কামিজে ক্যাটরিনাকে দেখা মাত্রই ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনুরাগীদের একাধিকরাই জানতে চেয়েছিলেন ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কিনা ? সংবাদমাধ্যমকে ভিকির মুখপাত্র জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন, তার কথায় একদমই মিথ্যা এই খবর, যার কোনও সত্যতা নেই, এগুলো পুরোপুরি গুজব। কিন্তু গুঞ্জন যখন শুরু হয়েছে তার রেশ যে সহজে থামবে না তা বলাই বাহুল্য I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper