গত কয়েকমাস ধরেই বি- টাউন তোলপাড়। ভিকি ঘরনি নাকি প্রেগন্যান্ট। আর এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ২০২১-এর শেষেই চার হাত এক হয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। তারপর থেকেই কানাঘুষোতে ক্যাটের প্রেগন্যান্সির খবর শোনা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর কোনো দেখা মিলছে না । এমনকী করণ জোহরের জন্মদিনেও তাকে দেখা যায়নি । তার পর থেকেই জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল অনুরাগীদের মনে। জানা গেছে, ক্যাটরিনা ও ভিকি কৌশল খুব শীঘ্রই তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। বিশেষ করে আলিয়ার মা হওয়ার খবর জানাজানি হতেই শুরু হয়েছে ক্যাটরিনার মা হওয়ার খবর নিয়ে চর্চা।সূত্রের খবর, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ক্যাটরিনা কাইফ গর্ভবর্তী তা ঘোষণা করা হবে। কবে ঘোষণা হবে এই সুখবরের তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। আরও জানা গেছে ১৬ জুলাই অর্থাৎ আগামীকাল নিজের জন্মদিনের দিনেই প্রেগন্যান্সির সুখবর দেবেন ক্যাটরিনা কাইফ। আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরেই হয়তো ভক্তদের খুশির খবর শোনাবেন তারকা দম্পতি।রাজকীয় বিয়ের রেশ খানিকটা কাটলেও তাদের বিবাহিত জীবন কেমন কাটছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রেগন্যান্সি নিয়ে জোর চর্চার মধ্যেই শোনা যাচ্ছে আজকাল নাকি স্ত্রীর সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন ভিকি কৌশল,স্ত্রীর অতিরিক্ত যত্নও করছেন বলিউড স্টার। ক্যাট নাকি নিজের ছবির পরবর্তী সব শুটিংও পিছিয়ে নিয়েছেন, এর পিছনেই রয়েছে মা হওয়ার জল্পনা। আপাততঃ এই খবরের জন্যই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে I