Breaking News

Kiara Advani: কিয়ারা আদবানির জন্মদিনে প্রেমিক সিদ্ধার্থর সাথে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল,নেটপাড়া সরগরম

কিয়ারা আডবাণী টিনসেল টাউনের অন্যতম আলোচিত নাম I ‘জুগজগ জিও’ সিনেমার অভিনেত্রী রবিবার ৩১ জুলাই তার জন্মদিন উদযাপন করছেন। কিয়ারা বলিউডের টিনসেল শহরে অন্যতম জনপ্রিয় এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসাবে তার অবস্থানকে শক্তিশালী করেছেন। তিনি ফুগলি সিনেমার মাধ্যমে ২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে তার আকর্ষণীয় অভিনয়ের পরেই লাইমলাইটে আসেন যেখানে তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং দিশা পাটানির সাথে স্ক্রিন স্পেস শেয়ার করেছিলেন। এরপর থেকে কিয়ারাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কবীর সিং, লাস্ট স্টোরিজ, গুড নিউজ, শেরশাহ, ভুল ভুলাইয়া ২, এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জুগজুগ জিয়ো -এর মতো হিট ছবির মাধ্যমে বি’টাউনের চটকদার জগতে নিজের জন্য একটি পাকাপাকি জায়গা তৈরি করেছেন । সিনেমার মাধ্যমেভক্তদের মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি, কিয়ারা নিজেকে একজন উদীয়মান ফ্যাশন আইকন হিসেবে তুলে ধরেছেন। স্টাইল এবং ফ্যাশনের ক্ষেত্রে তিনি ক্রমাগত নিজের রুচির ছাপ রেখেছেন। তার ক্যারিয়ারের শুরুর সময়ে নিজের লুক নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করলেও এখন তার প্রতিটি লুকের সাথে ফ্যাশন নিয়ে পরীক্ষা করা একটা নতুন ট্রেন্ডের জন্ম দিয়েছে। একটি প্রচারমূলক সফর বা, তারকা-খচিত ইভেন্ট বা রোজকার দিনের সাজপোশাক হোক অথবা বিমানবন্দরের লুক, কিয়ারা এখন তার প্রায় প্রতিটি লুকের সঙ্গে একটি নতুন এক্সপেরিমেন্ট করেন। তিনি তার পোশাক নিয়ে এখন অনেক বেশি সাহসী। তার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই তার প্রমাণ মিলবে Iকিয়ারার জন্মদিনের ঠিক আগেরদিন অর্থাৎ ৩০ জুলাই একজন ভক্ত কিয়ারা এবং তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সাথে ছবি শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কিয়ারার জন্মদিন সেলিব্রেট করতে দুবাইতে যাত্রা করেছেন তারা।নায়িকার জন্মদিনে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন I তার অনুরাগীরা যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার আগামী ছবির জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।