শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Koel Mallick: শারদীয়ার প্রাক্ষালে শুভ খবর জানালেন কোয়েল

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা

Koel Mallick: শারদীয়ার প্রাক্ষালে শুভ খবর জানালেন কোয়েলনিজের সোশ্যাল হ্যান্ডেলে (Koel Mallick) বৃহস্পতিবার স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে কোয়েল মল্লিক লেখেন,পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। ২০২০ সালে করোনা মহামারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নেন তিনি। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাদের সন্তানকে। এবার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাকে দেখা গিয়েছে ছোট পর্দায়, অসুরনাশিনী দুর্গা রূপে। এরপর কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন কোয়েল। তবে পূজোর আগে অভিনেত্রীর তরফে সুখবর জেনে অনুরাগীরা উচ্ছ্বসিত।কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে জিৎ লেখেন,খুব ভাল খবর। পরিবারের প্রত্যেকের শুভেচ্ছা।কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।