রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে গ্রেপ্তারের দাবিতে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদী মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি। কলকাতায় মিছিল করে অখিল গিরির কুশপুত্তলিকা পোড়ায় বিজেপি কর্মীরা। অখিল গিরির গ্রেপ্তারি ও মন্ত্রিত্ব থেকে অপসারনের দাবিতে এদিন সোচ্চার হলেন গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে চাপের মুখে পড়ে ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিলেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি।
kolkata: রাষ্ট্রপতিকে নিয়ে কু-মন্তব্যের জেরে মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, কলকাতা