শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

KOLKATA: আইপ্যাক কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

KOLKATA: আইপ্যাক কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারীআইপ্যাক কাণ্ডে (KOLKATA) দোষীদের শাস্তির দাবিতে পথে নামল বিজেপি। রবিবার যাদবপুর ৮ বি বাস স্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় এজেন্সি ইডির তদন্ত চলাকালীন ফাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে কটাক্ষ ছুঁড়ে দেন । এছাড়াও এদিন আগামীকাল সন্ধ্যায় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতি হামলা সহ বিরোধী দলনেতার কনভয়ের উপর হামলার অভিযোগ তুলে রাজ্যের প্রশাসনের ব্যর্থতার অভিযোগে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী । এদিনের মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা ছাড়া ও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তরের নেতা কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।