১৩ ডিসেম্বর শনিবার ,(Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠান কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে , সেই বিষয়ে সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে ৩ টি মামলা দায়ের হল। এর মধ্যে একটি মামলার আবেদনকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। দ্বিতীয়টি জনস্বার্থে মামলাকারী মৈনাক ঘোষালের আবেদনে জানানো হয়েছে যে, টিকিটের সম্পুর্ন টাকা দর্শকদের ফিরিয়ে দেওয়া হোক এবং বিশৃঙ্খলার তদন্ত করতে দেওয়া হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিংবা সিবিআই-কে। আইনজীবীর অভিযোগ এই বিষয় ঘিরেই আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে। আবেদনকারী আইনজীবীর এও বলেন , বিশৃঙ্খলার ঘটনায় যা যা ক্ষয়ক্ষতি হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের , সেই টাকা আয়োজক সংস্থাকে মেটাতে হবে। অন্য আরেকটি জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এই আইনজীবী আবার দাবি করেছেন , রাজ্য সরকার যাতে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই ঘটনার উপর তদন্ত কমিটি গঠন করে। এই ঘটনায় হাইকোর্টে মামলা হওয়ায় , টিকিটের টাকা ফিরে পাবার আশা দেখছেন মেসি কে দেখতে যাওয়া বঞ্চিত ফুটবল সমর্থকরা। সমর্থকদের আশা মেসি কে তো আমরা দেখতে পাইনি ,যদি টাকা টা ফিরে পেতাম তাহলে অনেকটাই আর্থিক যন্ত্রণা কমতো ।
Kolkata: যুবভারতীর বিশৃঙ্খলায় CBI-ED তদন্ত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper