মলদ্বীপের নীল জলে শরীর ভিজিয়ে নেন প্রত্যেকেই। সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়িকা কৌশানি মুখোপাধ্যায়।একরাশ তাজা অক্সিজেন নিতেই বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ঘুরতে যাওয়ার নানা মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে তা ভক্তদের সঙ্গে শেয়ার করছেন কৌশানি। যা দেখে রাতের ঘুম উড়েছে নায়িকার ভক্তদের। হলুদ রঙের হল্টারনেক বিকিনিতে যেন ঠিকরে বেরোচ্ছে যৌনতা। বেরিয়ে রয়েছে বুকের খাঁজ,হট ক্লিভেজে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিলেন কৌশানি। নিজের ক্লোজড আপ ছবি শেয়ার করে আগুনের ইমোজি দিয়েছেন নায়িকা। প্রতিটি ছবিতে যেন আগুন জ্বালিয়ে দিয়েছেন নায়িকা।ইতিমধ্যেই দর্শক মনে নিজের জায়গা পাকা করে নিয়েছেন টলিপাড়ার হট অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় । নিজের ইনস্টাগ্রামে একের পর ছবিতেই তিনি নজর কেড়েছেন নেটিজেনদের। শরীরী হিল্লোল জাগানো আবেদনময়ীকে দেখতে ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। তার প্রতিটি ছবি হয়েছে ভাইরাল।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper