Breaking News

Kriti Sanon: কৃতি শ্যাননের বডিকন পোশাকে মাত নেটদুনিয়া

বলি অভিনেত্রী কৃতি শ্যানন নিঃসন্দেহে এই সময়ের হিন্দি সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম I একের পর এক হিট ছবির এই নায়িকা ফিটনেস নিয়ে বরাবরই খুব সচেতন। তাঁর ফিটনেস ভিডিয়ো হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও কৃতির স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া। এই ছিপছিপে শরীর ধরে রাখতে সকাল থেকে রাত পর্যন্ত কৃতি কী খান, কী করেন তাই নিয়ে জনগণের মধ্যে উৎসাহের অন্ত নেই। দিনের মধ্যেই বেশিরভাগ সময়টাই কৃতি দেন শরীরচর্চায়। কৃতি শ্যাননের ইন্সটাগ্রাম জুড়ে শুধুই ফ্যাশান ফটোশুটের ছবি। অধিকাংশ সময়েই নায়িকাকে দেখা গিয়েছে ফিট বডিকনে। অফ শোল্ডার মিড লেন্থ পিংক রঙের বডিকিনিতে সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। প্রতিটি ছবিতেই স্পষ্ট কৃতির আকর্ষনীয় শরীরের গঠন। যা নেটিজেনদের নজর কাড়ছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।