শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Alipurduar: ভোররাতে বন কর্মীদের অভিযানে আটক পিক আপ ভ্যান সহ কয়েক লক্ষ টাকা মূল্যের শাল কাঠ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ভোররাতে বন কর্মীদের অভিযানে আটক পিক আপ ভ্যান সহ কয়েক লক্ষ টাকা মূল্যের শাল কাঠ বুধবার ভোরে বন কর্মীদের অভিযানে ভেস্তে গেল চোরাই শাল কাঠ পাচারের ছক। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা রেঞ্জের কর্মীরা গোপন সুত্রে খবর পান একটি পিক আপ ভ্যানে কাঠ মাফিয়ারা শাল কাঠ পাচারের ছক কষেছে। খবর পেয়ে বারোবিশা বিটের বিট অফিসার বিজয় সার্কির নেতৃত্বে বন কর্মীদের একটি দল অভিযান শুরু করে কুমারগ্রাম থানার বড় দলদলি এলাকায় কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের ওপর পিক আপ ভ্যান সহ চোরাই শাল কাঠ উদ্ধার করেন। বন কর্মীদের আভাস পেয়ে কাঠ পাচারকারীরা পিক আপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পিক আপ ভ্যান সহ কাঠ বাজেয়াপ্ত করে ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন দপ্তর সুত্রে জানা গেছে বাজেয়াপ্ত করা কাঠের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।