Breaking News

Kumargram: পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন সভাধিপতি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Kumargram: পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন সভাধিপতি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপারায় একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। মঙ্গলবার বিকালে প্রকল্পটির উদ্বোধন করে সভাধিপতি জানান তেলিপাড়া মোড়টিতে বহু মানুষের সমাগম হয়। জাতীয় সড়কের ওপর এই মোড় থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রী, নিত্যযাত্রী, কুমারগ্রাম ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য অসুস্থ রোগী সহ তাদের আত্মীয় পরিজন যেমন বাস ধরেন তেমনি বহু মানুষ কুমারগ্রাম বিডিও অফিসে বিভিন্ন কাজে যাবার জন্য এখান থেকে বাস ধরেন ব্যবসায়ীরা আসাম, বারোবিশা, আলিপুরদুয়ার যাতায়াতের জন্যও এখানে বাসের অপেক্ষা করেন। এই গুরুত্বপূর্ণ মোড়টিতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছিলনা ফলে তাদের সমস্যায় পড়তে হতো। আলিপুরদুয়ার জেলা পরিষদের অর্থানুকুল্যে এই প্রকল্পটি নির্মিত হওয়ায় সে সমস্যা থেকে যাত্রীরা রেহাই পাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।