আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে মঙ্গলবার গন অবস্থান করেন বামফ্রন্ট কর্মী সমর্থকরা। সি পি আই এম নেতা পিন্টু গাঙ্গুলি জানান একশ দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান করার দাবি জানিয়ে এবং বিনা টেন্ডারে কোটি কোটি টাকার কাজ করা হচ্ছে কেন তার জবাব চেয়ে এদিন গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান জানান একশ দিনের কাজের বকেয়া মজুরি সারা রাজ্যের সমস্যা, এই সমস্যা সমাধান হবে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা মিটিয়ে দিলে। আর বিনা টেন্ডারে কাজের যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়, সমস্ত বিধি মেনেই কাজ করা হয়।
Kumargram: বাম ফ্রন্টের গণ অবস্থান কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার