বিগত কয়েক বছর (Howrah) আগে অমিত বেড়ালা নামের ১০ থেকে ১২ বয়সের একটি বাচ্চা ছেলে আসে হাওড়ার তেলকল ঘাট এলাকায়। (Howrah) ছেলেটির আদি বাড়ি আসামে কিন্তু ছেলেটির কোন অভিভাবক না থাকায় ছেলেটি তেল কল ঘাট এলাকার থাকতো । বিভিন্ন সময় বিভিন্ন রকম গাড়ি চালাতো ।
আবার কোন সময় ফুটপাতে রাত্রি বাস করত এভাবেই তার দিন কাটতো। ওই এলাকার সাধারণ মানুষের বক্তব্য ছেলেটির বর্তমান বয়স এখন ২৫ বছর ছেলেটি বিগত তিন দিন আগে হাওড়ায় সংশোধনাগার থেকে ছাড়া পায় । ছেলেটি আজ দুপুর বারোটা নাগাদ তেলকল ঘাট থেকে লঞ্চ ধরার জন্য গঙ্গায় নামে কিন্তু লঞ্চটি সে না ধরতে পারায় সেই গঙ্গায় ডুবে যায় । পরবর্তীকালে ছেলেটি তেলকন ঘাট থেকে গঙ্গার স্রোতে ভেসে গিয়ে কিছুটা দূরে অন্য একটি ঘাটে ভেসে ওঠে । এই দেখে ওখানকার মানুষেরা খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে গঙ্গা থেকে ওই ছেলেটির মৃতদেহ উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসে । হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন । বর্তমানে ছেলেটি ময়নাতদন্তের জন্য হাওড়া মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper