পঞ্চায়েত (Alipurduar) নির্বাচনের প্রচার শেষ হবে বুধবার। তার আগেই আলিপুরদুয়ার জেলার শ্রীনাথ পুর চা বাগানে গেট মিটিং করে বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করলো সি পি আই এম। দলের জেলা নেতৃত্বের অভিযোগ তৃণমূল ও বিজেপি গেট মিটিং এ আসতে চা শ্রমিকদের বাধা দেয়। তা সত্বেও শ্রমিকরা মিটিং এ উপস্থিত হন। তৃণমুল ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গেট মিটিং এ বক্তব্য রাখেন দলের জেলা নেতৃত্ব। চা শ্রমিকদের পদে পদে বঞ্চনা করে চলেছে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার এবং রাজ্যের তৃনমুল পরিচালিত সরকার। এই বঞ্চনা দূর করার লক্ষ্যে ও জনগনের পঞ্চায়েত গড়তে বাম প্রার্থীদের জয়ী করার আহবান জানান বক্তারা।
Left Front Alipurduar: বাম প্রার্থীদের সমর্থনে চা বাগানে গেট মিটিং
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper