রবিবার , সেপ্টেম্বর 7 2025
Breaking News

Leopard: কলাবাড়ি চা বাগানে ফের খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Leopard: কলাবাড়ি চা বাগানে ফের খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ মঙ্গলবার এর পর ফের (Leopard) বুধবারে আরেকটি চিতাবাঘ ধরা পড়লো বন দপ্তরের কর্মীদের পাতা খাঁচায়। ঘটনা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনের। জানা গেছে সোমবার রাতে একটি চিতাবাঘ ধরা পড়েছিলো বন কর্মীদের পাতা খাঁচায়। মঙ্গলবার সকালে সেই চিতাবাঘটিকে বন কর্মীরা নিয়ে যান ও গরুমারার জঙ্গলে ছেড়ে দেন। মঙ্গলবার রাতে ফের খাঁচা পাতেন বন কর্মীরা। সেই একই খাঁচায় ফের বন্দী হয় আরেকটি চিতাবাঘ। পরপর দুদিনে দুটি চিতাবাঘ খাঁচা বন্দী হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে চা বাগানের বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা জানান গত দেড় মাসে এই নিয়ে পাঁচটি চিতাবাঘ ধরা পড়লো এই চা বাগানে। বন দপ্তরের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা খবর পেয়ে বুধবার সকালে খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান চিতাবাঘটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।